মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা – খুলনা মহাসড়ক ও রাজবাড়ী – কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করে এ্যাডভোকেট আসলাম মিয়ার সমর্থিত সহস্রাধিক নেতাকর্মী।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলি নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সরোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, খানখানাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহসান হাবিব শাহিনসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অবরোধ চলাকালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন উপস্থিত নেতাকর্মীরা। দীর্ঘ এক ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরমভাবে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহনের চালকরা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসি। সড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ টি সম্ভাব্য দলীয় প্রার্থীর মনোনয়নের জন্য নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।