ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা’কে ধানের শীষের মনোনয়নের দাবীতে পাহাড়ি বাঙালি জাতী ধর্ম বর্নের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার সকালে বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে বিভিন্ন জাতী ধর্ম বর্নের হাজার হাজার বিএনপি নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জাবেদ রেজার পক্ষে স্লোগান দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়।
পদযাত্রা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরআগে জেলার সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন থেকে হাজার হাজার পাহাড়ি বাঙালি জড়ো হয় পদযাত্রা কর্মসূচীস্থলে।
পরে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা জনগোষ্ঠীর নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বীর নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার প্রমুখ।
পদযাত্রা কর্মসূচিতে বক্তাদের দাবী, পাহাড়ে পাহাড়ী-বাঙালীর সুখে দুখে পাশে দাড়াতে অসাম্প্রদায়িক ও তারুণ্যের একজন নেতা দরকার। বিএনপির প্রাথমিক মনোনীত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সাচিং প্রু জেরী বাবুকে সম্মানজনক পদে রেখে তারুণ্যের অহংকার পার্বত্যবাসীর প্রিয়নেতা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সফল মেয়র মো: জাবেদ রেজা’কে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হোক।
৩০০ নং আসনে পাহাড়ী বাঙালী সর্বস্তরের বান্দরবানবাসীর দাবী একটাই। পার্বত্য জনপদের মানুষজন পাহাড়ি বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে জাবেদ রেজার পক্ষে মাঠে নেমেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’সহ বিএনপির হাই কমান্ড জনগনের দাবীকে মূল্যায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা।