মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে মাইনুদ্দিন গাজী (১৮) নামে এক যুবককে হত্যার দায়ের ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ২মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় প্রদান করেন। এ মামলায় এক আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের আঃ কাসেম খানের ছেলে ফয়সাল খান, আঃ রশিদ ব্যাপারীর ছেলে জনি ব্যাপারী, তাফা পাটোয়ারীর ছেলে নেছার পাটোয়ারী, ছিদ্দিক মিজির ছেলে ইসহাক মিজি। এ মামলায় খালাস পেয়েছেন বাবু ভুইয়া নামের অপর আসামী।
মামলার অভিযোগে প্রকাশ, রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মাইনুদ্দিন গাজী এসএসসি পাশ করার পর কোরিয়ান ভাষা কোচিং করছিল। ২০১৬ সালের ১৭ মার্চ দুপুর ১২টার সময় নজরুল ও মাইনুদ্দিন কল্যাণপুর আবু সাঈদের ইটভাটার ঘরের পিছনে ফয়সালকে দেখতে পায়। সেখানে ফয়সালকে ইব্রাহিমের মোবাইলের মোমোরী কার্ড ফেরত দিতে বললে তর্কাতর্কিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৮ মার্চ রাত সাড়ে ৮টার সময় মাইনুদ্দিন ও নজরুল বাড়ীতে ফেরার পথে মালেকের মেহগনি বাগানে পৌছানো মাত্র এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মার্চ রাত সোয়া ৪টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
এ বিষয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। এ ঘটনায় নিহতের পিতা খলিলুর রহমান গাজী বাদি হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিটর ( পিপি ) আব্দুর রাজ্জাক-২ বলেন, আদালত দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহন শেষে এই হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা রায়ে সন্তুুষ্টি প্রকাশ করেছি।