১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: চিকিৎসা নিলেন দুই শতাধিক মানুষ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শহরের সাতমাথা এলাকায় দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়-Roots। গত সোমবার সকাল ৮টা থেকে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।

ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ পরিমাপ, সাধারণ স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সিহাব মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার মো. তহমিদুর রহমান তানিন। মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনায় তদারকির দায়িত্বে ছিলেন শিকড়-Roots এর সদস্য মুয়াজ, জুবায়ের, সুভো, সানি, বাপ্পি, বাইজিদ, মাসুদ, অন্তর, সৌরভ, ওলি, মুন্না ও হ্রদয়সহ আরও অনেকে। সংগঠনের সদস্যরা জানান, স্বাস্থ্যসেবার সুযোগবঞ্চিত মানুষের জন্য নিয়মিতভাবেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

দিনব্যাপী ক্যাম্প শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। এ ধরনের মানবিক উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিকড়-Roots এর স্বেচ্ছাসেবীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top