১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

মাসফিকুল হাসান, ‎বেরোবি প্রতনিধি:
‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার।

‎আজ  মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টায় ব্রাকসুর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান । এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎নির্বাচনের সময়সূচি

‎ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ ২২ নভেম্বর  খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (দুপুর ১.০০ টা হতে ৫.০০ টা), ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ (সকাল ১০.০০ টা হতে বিকেল ৪.০০ টা), ২-৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল (সকাল ১০.০০ টা হতে বিকেল ৪.০০ টা), ৪-৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (দুপুর ১২.০০ টা হতে বিকেল ৪.০০ টা), ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার (সকাল ১১.০০ টা হতে বিকেল ৪.০০ টা), ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ (সকাল ৯.০০ টা হতে বিকেল ৪.০০ টা) ভোট গণনা (ভোটগ্রহণ শেষে) ফলাফল ঘোষণা (ভোট গণনা শেষে)।


‎প্রসঙ্গত, এর আগে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থী সংসদ আইন যুক্ত হয় । পরে ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট মিটিংয়ে ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার করে ছয় সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল কিন্তু দায়িত্ব গ্রহণের পূর্বেই প্রধান কমিশনার পদত্যাগ করায় ১১ নভেম্বর ১১৭তম জরুরি সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান কমিশনার করে কমিশন পুনর্গঠন করা হয়।‌

‎কমিশন গঠন হলেও কোনো দৃশ্যমান কার্যকলাপ না থাকায় শিক্ষার্থীরা গত সোমবার (১৭ নভেম্বর) তফসিল ও সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং সর্বশেষ আজ সকাল থেকেই প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছে ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top