মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড পদমর্যাদা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ) সকাল ১০টায় ‘সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ’-এর ব্যানারে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা অবিলম্বে এই বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোহাম্মদ আল-আমিন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) জুলফিকার আলী হায়দার এবং ফার্মাসিস্ট পলাশ দেবনাথ।
এছাড়াও কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ফিজিওথেরাপিস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন।