১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময়ভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তার মধ্যে গ্র্যাজুয়েশন সনদ প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, জাতির দীর্ঘদিনের প্রত্যাশিত নির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আয়োজন করার লক্ষ্যে সেনাবাহিনীর সহযোগিতা একান্তভাবে কাম্য।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, যা দেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।”

কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশের এক অফিসার জানান, ডিএসসিএসসিতে নেতৃত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে যে জ্ঞান অর্জন করেছেন, তা দেশের যেকোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। চীনের এক অংশগ্রহণকারী অফিসার বলেন, বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে এবং এটি বিভিন্ন দেশের কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে।

বাংলাদেশি আরেক কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য সময়োপযোগী এবং তারা যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায়, সর্বোচ্চ অবদান রাখতে প্রস্তুত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top