মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বুধবার সকালে আয়োজন করে ব্যাপক মোটরসাইকেল শোডাউন। নির্বাচনী প্রচারণার এই ব্যতিক্রমী আয়োজনটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ নজর কাড়ে।
সকাল ৯টায় উপজেলার মেরুং ইউনিয়ন থেকে শোডাউনটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে বের হওয়া এই মিছিলটি পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নেতৃত্ব দেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মাওলানা কাউসার আজিজি (কাউসার আজিজী)।

শোডাউনের পুরো সময়জুড়েই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন সড়ক। প্রার্থী মাওলানা কাউসার আলী হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন তাঁর দলের ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা।
এ সময় তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর। আপনারা হাতপাখায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন। উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি আপনাদের পাশে থাকব।”
শোডাউন শেষে স্থানীয় জনসাধারণের মধ্যেও দেখা গেছে ব্যাপক সাড়া ও আগ্রহ। অনেকেই নির্বাচনী প্রচারণার এ ধরনের শৃঙ্খলাবদ্ধ আয়োজনকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।
দীঘিনালার রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শক্তিশালী উপস্থিতি আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।