১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী মোল্লা (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপনিয়া গ্রামের মৃত আফতাব উদ্দিন মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার সময় রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজিব মোল্যা বাদী হয়ে গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ করা হয়, গত ৭ জুলাই রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বিকেল ৩টার সময় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে ছাত্র-জনতা, শিক্ষক, অভিভাবক সমাবেত হয়। বিকেল সাড়ে ৩টার সময় অস্ত্রসস্ত্রসহ ঘিরে ধরে। তারা আতর্কিত ভাবে হামলা চালিয়ে মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজীব মোল্যা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ আন্দোলন কারীদের মারধর করে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, থানার এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামী ইউনুস আলী মোল্যাকে রাজবাড়ী সদর থানার আটদাপুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top