২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে স্বামীর লুঙ্গি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষে গৃহবধুর মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর লুঙ্গি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষে আফিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া গ্রামের মোহাম্মদ মনসুর আলী শেখের স্ত্রী।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ৩টার সময় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মশালিয়া গ্রামের মোহাম্মদ মনসুর আলী শেখের বসতবাড়ির উঠানে এ দুঘর্টনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছেন, গৃহবধু আফিয়া বেগম তার বসতবাড়ির উঠানে কাপড় শুকানোর জন্য টানানো জিআই তারের উপর স্বামীর লুঙ্গি শুকাতে দিয়েছিল। ওই জিআই তারের নিচ দিয়ে বৈদ্যুতিক তার ছিল। বৈদ্যুতিক তারটি লিকেজ থাকায় জিআই  তারের সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ লাগার কারণে জিআই তারটি বিদ্যুৎ তাড়িত হয়। লুঙ্গিটি কিছুটা ভেজা থাকায় লুঙ্গিটিও বিদ্যুৎ তাড়িত ছিল।

তার স্বামীর লুঙ্গিটি ঘরে তোলার জন্য বাড়ির উঠানে গিয়ে লুঙ্গিতে হাত দেয়ার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আফিয়া বেগমের মা কমেলা বেগম তার মেয়েকে কাপড় ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে তার শরীরে হাত দেয় সঙ্গে সঙ্গে তাকে বিদ্যুতের সক দিয়ে মাটিতে ফেলে দেয়।

তার  মায়ের ডাক  চিৎকারে বোন ও পরিবারের অন্য লোকজন বাড়ির বিদ্যুতের প্রধান সুইচ অফ করে শুকনা বাঁশ দিয়া বৈদ্যুতিক তার ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। গৃহবধুর স্বামীসহ পরিবারের লোকজন তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানার এসআই তুষার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ বিষয়ে পরিবার, আত্মীয়-স্বজন, এলাকাবাসীর কারো কোন সন্দেহ নাই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top