সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়ার বিশেষ অভিযানে সদর থানার নিশিন্দারা ইউনিয়নে ২৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মোটরসাইকেলে করে কয়েকজন মাদক ব্যবসায়ী চারমাথা মোড় দিয়ে ফেন্সিডিল বহন করছে।

তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনা ও র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় একটি চৌকস দল নিশিন্দারা খাঁ পাড়ার নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে নির্মাণাধীন একটি পাকা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আরিফুল ইসলাম তুহিন (৩১), পিতা মোঃ সাইফুল ইসলাম, সাং—বেলভুজা, শিবগঞ্জ, বগুড়া (বর্তমান ঠিকানা: জয়পুরপাড়া, সদর)।
২. মোঃ আবু নাসের শেখ হৃদয় (২৮), পিতা আব্দুল গফুর শেখ, সাং—হাকির মোড়, সদর, বগুড়া।
৩. মোঃ হাসিব শেখ (২৪), পিতা মোঃ খোকা শেখ, সাং—নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া, সদর, বগুড়া। তাদের কাছ থেকে ২৭ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন Discover ১২৫ মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড এবং ৩,৭৪০ টাকা জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, “মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা বাংলাদেশকে অপরাধমুক্ত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”