১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মুরগি চুরি নিয়ে বিরোধ: নয়দিন পর মারা গেল প্রতিপক্ষের স্বাধীনও

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্কুল শিক্ষার্থী স্বাধীন ইসলাম (১৭) নয়দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন।

এর আগে গত ৯ নভেম্বর রাতে স্বাধীনের অনুসারীরা কুপিয়ে হত্যা করেছিল প্রতিপক্ষ কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টোকে (৫০)। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীন ইসলাম মারা যান। স্বাধীন স্থানীয় রামচন্দ্রপুর হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান গাবতলী দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে চলতি বছরের মে মাসে ৪২টি মুরগি চুরির ঘটনায় নিহত স্বাধীনদের সঙ্গে খামার মালিক জহুরুল ও খায়রুলদের হট্টগোল বাঁধে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সম্প্রতি ওই বিরোধের জেরে নিহত স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে।

এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কীর্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা খায়রুলদের মামাতো ভাই ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। ওই মামলায় অভিযুক্ত হয়ে নিহত স্বাধীনের পরিবারের সদস্যরাও পলাতক আছেন।

তবে নিহত স্বাধীনের পরিবারের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top