১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্যবহারকারীর কোনো মোবাইল ফোন বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিনিধি:

অবৈধ মোবাইল ফোন আমদানি ঠেকাতে বিটিআরসি এনইআইআর (NEIR) সিস্টেম চালুর ঘোষণা দেওয়ার পর দেশে ব্যবহৃত হ্যান্ডসেট বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় সাধারণ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে এসব গুজব ও বিভ্রান্তি দূর করে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জনগণকে আশ্বস্ত করে জানান—বর্তমানে যে মোবাইল ফোনগুলো ব্যবহার হচ্ছে, সেগুলোর কোনোটি বন্ধ হবে না।

তিনি বলেন, “বর্তমানে যে মোবাইল ফোন আপনি ব্যবহার করছেন—বৈধভাবে কেনা হোক, অবৈধভাবে কেনা হোক বা বিদেশ থেকে আনা হোক—কোনোটিই বন্ধ হবে না। আপনার ব্যবহৃত চলমান হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা সম্পূর্ণ ভুল।”

ফয়েজ তৈয়্যব আরও জানান, ১৬ ডিসেম্বরের পর শুধুমাত্র চোরাপথে দেশে নতুন করে আনা অবৈধ হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে কাজ করবে না।
অর্থাৎ, এটি সাধারণ মানুষের ব্যবহৃত বর্তমান ফোনগুলোর ওপর কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন,

– বৈধ বা অবৈধ যেকোনো হ্যান্ডসেটের সত্যতা শোরুমে একটি এসএমএসের মাধ্যমেই যাচাই করা যাবে।
– বিদেশগামী যেকোনো যাত্রী নিজের ব্যবহারের ফোন ছাড়াও একটি অতিরিক্ত মোবাইল ফোন দেশে আনতে পারবেন।

ফয়েজ তৈয়্যব জনগণকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, এনইআইআর সিস্টেম চালুর মূল লক্ষ্য হলো অবৈধ আমদানিকারকদের চোরাচালান রোধ করা, সাধারণ ব্যবহারকারীদের হয়রানি করা নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top