১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) সকালে ঈশ্বরদীর অভিজাত আর আর পি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান ও সংবর্ধান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার। ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি ও স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মতিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম সরদার, ওহিদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক নয়াদিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি শহীদুল্লাহ্ খাঁন, বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি এম আর রাসেল ও এনটিভি অনলাইনের প্রতিনিধি রাসেল আলী প্রমূখ।

সুত্র জানায়, ঈশ্বরদীর ৪৪টি শিক্ষা প্রদিষ্ঠানের ৩১৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিবছর এ ধরণের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষা বিস্তারে শত বাঁধা-বিপত্তি পেরিয়ে কিন্ডার গার্টেন স্কুল ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সুন্দর আগামীর বাংলাদেশ প্রত্যাশা করে তিনি বলেন, ছাত্ররাই এদেশের নেতৃত্ব দিবে। পড়াশোনার পাশাপাশি ভাল মানুষ হওয়ার আহবান জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top