নিজস্ব প্রতিনিধি:
বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন—
বিচারপতি মো. আশফাকুল ইসলাম,
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী,
বিচারপতি মো. রেজাউল হক,
বিচারপতি এস. এম. ইমদাদুল হক,
বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও
বিচারপতি ফারাহ মাহবুব।
এই রায়ের মাধ্যমে দেশের নির্বাচনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ও সাংবিধানিক পুনর্গঠনের পথ উন্মুক্ত হলো।