নিজস্ব প্রতিনিধি:
মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
একই রায়ে ছয় আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়েছে। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় প্রকাশ করে। এখন আসামিরা ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। ২
০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। ঘটনার পর তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস মামলা করেন। র্যাব তদন্তে হত্যাকে পরিকল্পিত উল্লেখ করে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।
২০২২ সালের ৩১ জানুয়ারি জেলা আদালত প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন দণ্ড দেন। ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে তা বহাল থাকে।