মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুলের ৯০ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগে পলাশ কুমার দে নামে এক সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার দাস।
মামলার অভিযোগে বলেন, বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল কলেজপাড়া গ্রামের মৃত যতীন্দ্রনাথ দে’র ছেলে ও আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে গত ২৬ মে তার এক বন্ধু ও তিনি নিজে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের সাথে অশোভন আচরণ করেন। এ কারণে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অভিভাবকদের প্রতিবাদের মুখে গত ২৮ মে এলাকার গণ্যমান্য ব্যক্তি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন, স্কুলের সভাপতি ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদারের নিকট স্বেচ্ছায় প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগপত্র দাখিল করেন। এ নিয়ে গত ২৬ জুন ও ১৩ জুলাই প্রধান শিক্ষকের পদত্যাগপত্র অনুমোদন বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় রেজুলেশনভুক্ত করা হয়। এ কপি মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের প্রেরণ করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালে তিনজন শিক্ষক নিয়োগ, ২০২৩-২৪ সালে ৪জন কর্মচারী নিয়োগ বাণিজ্যে করে ৬০ লক্ষ টাকা, ডা. নিত্য পাল প্রদানকৃত ৩লক্ষ টাকা, অশোক কুমার প্রদানকৃত এক লক্ষ টাকা, সাবেক রেলমন্ত্রীর দেওয়া ৩লক্ষ টাকা, রেজাউল চেয়ারম্যানের দেওয়া ৫০ হাজার টাকা অনুদান, শিক্ষক-কর্মচারীদের পিএফ ফান্ডের এক লক্ষ টাকা, নিয়োগ বাবদ গৃহীত পোস্টাল অর্ডারের ১৬ হাজার টাকা, ২০২৩ সালের কারিগরি শাখার ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ ৪৫ হাজার টাকা, পুরাতন বই খাতা বিক্রি বাবদ ৮৯ হাজার ৫শত টাকা, উপবৃত্তি বাবদ ১৫ হাজার ৮৪০ টাকা, ইউনিক আইডি বাবদ ৪৬ হাজার ৩শত টাকা, প্রতিষ্ঠানের পুরাতন লোহার মালামাল বিক্রি ৫৬ হাজার ১২৩ টাকা, উপজেলা পরিষদ থেকে বরাদ্দকৃত ২লক্ষ টাকাসহ প্রায় ৯০ লক্ষ টাকা অবৈধ ভাবে তহবিলে জমা না দিয়ে নিজে আত্নসাৎ করেছেন। কোন প্রকার স্কুলের হিসাব ও চার্জ বুঝিয়ে না দিয়ে আত্নসাত করার উদ্দেশ্য এহেন কাজ করছেন।
আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পলাশ কুমার দে মুঠোফোনে বলেন, এ বিষয়টি নিয়ে হাইকোর্টে রির্ট করা হয়েছে। আগামী ৩ মাসের জন্য স্থগিত করেছে। আর আমি যদি টাকা আত্নসাত করে থাকি, তাহলে স্কুলে মিনিস্টারী অডির্ট চলছে, সেখানে প্রমান দিক। মামলা করে কি লাভ হবে।
রাজবাড়ী বারের আইনজীবি অ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, মামলাটি গ্রহণ করে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য বালিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।