২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে, ফসফরাস-ঘাটতি মাটিতে ধান উৎপাদন বৃদ্ধিতে জেনেটিক ও মাইক্রোবিয়াল উদ্ভাবন বিষয়ক ওয়ার্কশপ

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে “Improving Rice Productivity in Phosphorus Deficient Soils Using Genetic and Microbial Innovations” শীর্ষক ওয়ার্কশপ আজ ২০ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইট এডুকেশন ট্রেনিং (HET) প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এই ওয়ার্কশপ জ্ঞান বিকাশ ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট প্রকল্পের সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্ভাবনা আরও এগিয়ে যাবে।”

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবিতে গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। আজকের এই প্রজেক্টের উদ্ভাবনী ফলাফল যেন ল্যাবের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমাদের শিক্ষকরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় আরও মনোযোগী হলে বিশ্ববিদ্যালয় জাতীয় কৃষি গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।”তিনি আরও বলেন, “ফসফরাস ঘাটতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ধানের উৎপাদন কমে যাচ্ছে।

জেনেটিক ও মাইক্রোবিয়াল উদ্ভাবনের মাধ্যমে এই সমস্যা সমাধানে আজকের ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

ওয়ার্কশপে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ফসফরাস-ঘাটতি মাটিতে ধান উৎপাদন বৃদ্ধিতে জেনেটিক ও মাইক্রোবিয়াল উদ্ভাবন বিষয়ক বিভিন্ন গবেষণা উপস্থাপিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top