২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে, ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরফিশারিজ অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে “Development Noninvasive and Eco-friendly technology for seafood quality and safety fluorescence fingerprint coupled Chemometrics” শীর্ষক ওয়ার্কশপ ২০ নভেম্বর বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড.মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আব্দুললতিফ,ফিশারিজঅনুষদের ডিন (ভারপ্রাপ্ত)প্রফেসর ড.মো: লোকমান আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো: মনসুরুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম বলেন,বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প আরো সম্প্রসারণ করতে হবে।আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণার দিকে মনোযোগী হবার আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিট প্রজেক্টের পবিপ্রবি’র উপ-প্রকল্প পরিচালক প্রফেসর ড.মো: মিজানুর রহমান । উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার,বিভাগীয় চেয়ারম্যান,শিক্ষক,কর্মকর্তা,চাষীসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top