২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গাদের চাকরি বা আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা: সাতকানিয়া ইউএনওর গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রোহিঙ্গাদের চাকরি দেওয়া বা আশ্রয় দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইটভাটা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানসহ কোনো স্থানে রোহিঙ্গাদের চাকরিতে নিয়োগ বা বাসা ভাড়া দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, “ইটভাটার মৌসুম হওয়ায় রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে নেওয়ার প্রবণতা দেখা যায়। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন সামনে—রোহিঙ্গাদের কেউ যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, তাই আগেই কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top