২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

আইএসপিআর জানায়, দিবসকে ঘিরে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনী প্রধান। দুপুরে ঢাকা সেনানিবাসের আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি শুভেচ্ছা স্মারকও প্রদান করবেন।

দিনের শুরুতে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটির মসজিদগুলোয় দেশের শান্তি–সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদের রুহের মাগফিরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top