নিজস্ব প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্প হওয়ায় উদ্বেগ বেড়েছে পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন—সঠিক প্রস্তুতি ও সতর্কতা জীবন বাঁচাতে পারে। ভূমিকম্পের সময় আতঙ্ক নয়, করণীয় জানাই প্রধান অস্ত্র। বিশেষজ্ঞরা যে নির্দেশনাগুলো দিয়েছেন—
১. আতঙ্কিত না হয়ে আশ্রয় নিন
ভূমিকম্প শুরু হলে বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন। অন্য স্থানে থাকলে দ্রুত টেবিল, ডেস্ক বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিন। খোলা জায়গায় যাওয়ার সুযোগ থাকলে বাইরে থাকুন। ভবনের পিলারের পাশে দাঁড়ানো তুলনামূলক নিরাপদ।
২. গ্যাস ও ইলেকট্রনিক্স বন্ধ রাখুন
গ্যাসের চুলা জ্বালানো থাকলে তা বন্ধ করুন। আগুন ছড়িয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। টিভি, কম্পিউটার, ফ্রিজসহ ইলেকট্রিক যন্ত্রপাতিও বন্ধ রাখা জরুরি।
৩. ধসের নিচে পড়লে অস্থির হবেন না
ধুলাবালি থেকে বাঁচতে কাপড় বা স্কার্ফ দিয়ে নাক–মুখ ঢেকে রাখুন। গার্মেন্টস, হাসপাতাল বা মার্কেটে থাকলে বের হওয়ার সময় হুড়োহুড়ি করবেন না। দুই হাত দিয়ে মাথা সুরক্ষিত রাখুন।
৪. লিফট ব্যবহার নয়
ভূমিকম্প চলাকালীন বা ঠিক পরপরই লিফট ব্যবহার ঝুঁকিপূর্ণ। সিঁড়ি দিয়ে ধীরে ও সতর্কভাবে নামুন।
৫. গাড়িতে থাকলে কী করবেন
গাড়িতে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু হলে ওভারব্রিজ, ফ্লাইওভার, বৈদ্যুতিক খুঁটি বা বড় গাছ থেকে দূরে গাড়ি থামান। ভেতরে থাকুন এবং কম্পন থামলে গাড়ি চালান।
৬. জরুরি জিনিস হাতের কাছে রাখুন
টর্চলাইট, মোমবাতি, ব্যাটারিচালিত রেডিও, শুকনো খাবার, পানি, ফার্স্ট–এইড বক্স প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিস আগে থেকেই প্রস্তুত রাখুন। গাড়িতেও ফার্স্ট–এইড বক্স রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।