নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের ঢাকায় অনুভূত মাত্রা ছিল ৫.৭।
এদিকে ভূকম্পনের ধাক্কায় পুরান ঢাকার বংশালে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে নিহত হয়েছেন তিনজন পথচারী।
শুক্রবার (২১ নভেম্বর) ঘটনাটি নিশ্চিত করেন বংশাল থানার ডিউটি অফিসার। তিনি জানান, বংশালের কসাইতলী এলাকায় ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভূমিকম্পে আরও কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।