নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে ভবন কেঁপে ওঠায় আতঙ্কে বাসা–বাড়ি ও উচ্চ ভবনের বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন।
ছুটির দিন হওয়ায় বেশিরভাগ পোশাক কারখানা বন্ধ থাকলেও চান্দনা চৌরাস্তা এলাকায় যে ক’টি কারখানা খোলা ছিল, সেগুলোর শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হন। কোষ্ট টু কোষ্ট কারখানার শ্রমিকদেরও কয়েকজন নামতে গিয়ে আঘাত পেয়েছেন।
স্থানীয় ডাক্তার রাশেদুল হাসান রানা জানান, আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন জালাল উদ্দিন হাসপাতালে চিকিৎসা নেন।
গৃহিণী লাইজু রহমান বলেন, রান্নাঘরের জিনিসপত্র কেঁপে ওঠে এবং শোকেস থেকে অনেক কিছু পড়ে ভেঙে যায়।
টঙ্গী স্টেশন রোডের শরিফুল হাসান দাবি করেন, সেখানে একটি ছয়তলা ভবন কাত হয়ে পাশের ভবনের সঙ্গে হেলে গেছে, যা বাসিন্দাদের মাঝে আরও আতঙ্ক সৃষ্টি করেছে।
টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও শ্রীপুরেও শ্রমিকরা ভূমিকম্পের পর রাস্তায় নেমে আসেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।