২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে রাজধানীসহ দেশে পাঁচজনের মৃত্যু—ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠে নামার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ঢাকায় ৪ জনসহ সারা দেশে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরের একটি জরুরি বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন।

বিবৃতিতে বলা হয়েছে, দেশে অনুভূত ভূমিকম্পে জনগণের মধ্যে সৃষ্টি হওয়া উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেখানে ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, গুজব বা বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়ালে তাতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, পরিস্থিতি অনুযায়ী হটলাইনসহ সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হবে। সরকারের পক্ষ থেকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top