২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

ইমতিয়াজ উদ্দিন,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু)–২০২৫-এ স্বতন্ত্র প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আবুবকর সম্পদ। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন।

সাংবাদিক সম্পদ তার ফেসবুক পোস্টে লিখেন, “আমি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতা করে আসছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা খুব কাছ থেকে দেখেছি। জুলাই আন্দোলন, আবাসন ভাতা আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি এবং এসব বাস্তবতা জাতীয় পত্রিকায় তুলে ধরার চেষ্টা করেছি।”

তিনি আরও লিখেন, “দীর্ঘ আন্দোলন–সংগ্রামের পর আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জকসু’ নির্বাচন। শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রশাসনের কাছে তুলে ধরতে এবং জকসুতে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে আমি স্বতন্ত্র প্যানেলে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছি।”

তার নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে সম্পদ বলেন, “‘প্রতিশ্রুতি নয়, প্রমাণ নিয়ে আসবো’—এই স্লোগানকে সামনে রেখে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করা, আবাসন সংকট দূর করা, খাবারের মানোন্নয়ন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লাইব্রেরি বড় করা, মেডিকেল সেন্টারের উন্নয়ন, বাস সংকট নিরসন এবং ক্যাম্পাসে বসার জায়গার সমস্যা দূর করতে প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার মধ্যে রেখে কাজ করে যেতে চাই।”

সাংবাদিকতা থেকে নির্বাচনে আসার যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি লিখেন, “দীর্ঘদিন সাংবাদিকতা করার ফলে সমস্যা ও তার সমাধান সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে। আমার পেশাদারিত্ব ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উচ্চকণ্ঠে এসব সমস্যার সমাধানে কাজ করতে চাই।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ঘোষিত প্রতিশ্রুতিগুলো পালনে ব্যর্থ হলে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করবেন।

কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সম্পদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সবকিছুতেই কমবেশি পরিবর্তন এসেছে। রাজনীতিতেও পরিবর্তন দরকার। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তি নয়, রাজনৈতিক পরিমণ্ডলের বাইরের মানুষেরও শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রয়োজন। সেই ইচ্ছা থেকেই আমি নির্বাচন করছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা দেয়নি। আমার ক্ষমতার লোভ নেই। তাই প্রয়োজনে ব্যর্থতা মেনেও নেব। তবে আমি বিশ্বাস করি—আমি অবশ্যই কাজগুলো সম্পন্ন করতে পারবো।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top