জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে, অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেবুখালী-দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক জুনায়েদ মারা যান।
পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্বজনরা নিহত জুনায়েদের লাশ নিয়ে যায়। আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দুমকি থানার এসআই মো: সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে নিহত জুনায়েদের লাশের কোনো সন্ধান পায়নি বলে তিনি জানিয়েছেন।
জুনায়েদের পিতা কালাম বিশ্বাস পটুয়াখালী ভার্সিটির কর্মচারী,গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংসায়,জুনায়েদ অনার্সে অধ্যায়নরত বলে জানা গেছে।