২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপন

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। পবিপ্রবি রিসার্চ সোসাইটি ও পবিপ্রবি ডিবেট ক্লাবের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ২:৪৫ ঘটিকায়  অনুষদের একাডেমিক ভবন-১ এর সমনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক হয়ে অনুষদীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে আলোচকরা  অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

বিশ্ব ব্যাপি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করার উদ্দেশ্য আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. আলী আজগর, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. মিল্টন তালুকদার, প্রফেসর ড. দিব্যেন্দু বিশ্বাস, প্রফেসর ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা জয় ভাংগি সহ সাধারণ শিক্ষার্থীরা।

এসময় আলোচকেরা এ বিষয়ের ভয়াবহতা ও আগামী দিনে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ দিন ব্যাপি সচেতনতামূলক পোস্টার,সায়েন্টিফিক প্রেজেন্টেশন প্রতিযোগিতা,ডিবেট ও কুইজ প্রতিযোগিতা ও স্কুল সচেতনতা কার্যক্রম সহ জনসচেতনতা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো যেন আগামীতেও এমন জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যহত রাখে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top