২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নলছিটিতে ছাত্রদলের খাবার বিতরণ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতানিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নলছিটি উপজেলার তালতলা বহুমুখী ইসলামী কমপ্লেক্স এর এতিমখানায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের কেক কাটা বা আনুষ্ঠানিকতা না করে মানবিক কর্মকাণ্ডে ব্যয় করতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি গ্রহণ করেন।

শুক্রবার (২১ নভেম্বর) এতিমখানার জন ছাত্রসহ বাজারের পথচারী ও গাড়িচালকদের হাতে খাবার বিতরণ করা হয়। এ উদ্যোগের নেতৃত্ব দেন নলছিটি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান সরদার হিরু। তার আর্থিক ও সার্বিক সমন্বয়ে সুবিদপুর, মোল্লারহাট, কুশঙ্গল ও নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

ইমরান সরদার হিরু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলের নীতি অনুযায়ী কেক কাটা বা আনন্দ উৎসব আয়োজন নিষিদ্ধ। তার পরিবর্তে উক্ত অর্থকে দান ও মানবিক কাজে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আজ তিনি এবং তার সহযোদ্ধারা এতিম ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ সজল তালুকদার, কুশঙ্গল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেহদি হাসান খান,মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ আসিফ হোসেন শান্ত, জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাসরুল গাডি, জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ রিমন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমন হোসেন,সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম আকন, দপ্তর সম্পাদক মোঃ মহসিন হোসেন (অসিম), নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল হোসেন মিঠু সহ আরো অনেকে।

২১ নভেম্বর জুমার নামাজের পর তালতলা মাদ্রাসার এতিমখানা বিভাগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের নেতারা এতিম ছাত্রদের হাতে খাবার তুলে দেন এবং তাদের সঙ্গে একত্রে দুপুরের খাবার গ্রহণ করেন। দলের শীর্ষ নেতার জন্মদিনে ছাত্রদলের মানবিক কর্মকাণ্ডের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top