২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে ৩ জেলায় সাতজন নিহত, অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটেছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই কম্পনে সারাদেশে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

রাজধানী ঢাকায় তিনজন নিহত
পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হন। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জে দুইজনের মৃত্যু
রূপগঞ্জে ভূকম্পনে দেয়াল ধসে এক নারী নিহত হন এবং তার মেয়ে আহত হয়। অন্যদিকে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে শিশুর মৃত্যু হয়। এতে শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। জেলার আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীতে দুইজন নিহত
উৎপত্তিস্থল নরসিংদীতে গাবতলীতে বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল।
পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল ধসে কাজম আলী (৭৫) নামে এক প্রবীণ নিহত হয়েছেন। জেলায় কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top