মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ির) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শিশু পার্কের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে পার্কটি ফিরে পায় পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ পরিবেশ।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিডি ক্লিন দীঘিনালা উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন। উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্ত, লজিস্টিক সমন্বয়ক আমজাদ আলী, উপজেলা আইটি অ্যান্ড মিডিয়া সমন্বয়ক তানবিরুল আলম এবং ভারপ্রাপ্ত আইটি সমন্বয়ক এ্যারিয়েন চাকমা। এছাড়াও বিডি ক্লিন টিমের স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “যেখানে থাকি, সেখান থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা নয়—নিজের আচরণের পরিবর্তনই পারে সমাজকে বদলাতে।” তারা আরও বলেন, “পরিচ্ছন্ন বাংলাদেশ কোনো কল্পনা নয়; এটি আমাদের সিদ্ধান্ত ও দায়িত্ব। শুরু হোক আজ, শুরু হোক আমার-তোমার থেকেই।”
বিডি ক্লিনের সদস্যরা জানান, দীঘিনালার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশু পার্ক পরিচ্ছন্ন হওয়ায় এখন পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যাবে।
এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত সংশ্লিষ্টদের।