২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বংশালে ভূমিকম্পে রেলিং ধসে মেডিকেল ছাত্র রাফির মৃত্যু, বগুড়ার বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিনিধি:

পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র রাফিউল ইসলাম রাফি (২৩) নিহত হয়েছেন। তার মৃত্যুতে বগুড়ার গোহাইল রোডে পরিবারের বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার জানায়, শনিবার বাদ জোহর বগুড়ায় জানাজা শেষে রাফিকে দাফন করা হবে। রাফি ছিলেন অধ্যক্ষ ওসমান গণি রুস্তম ও নিপা আক্তারের প্রথম সন্তান। বোন পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাফির বাবা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ; মা ও সন্তানরা থাকতেন পুরান ঢাকার বংশালে ভাড়া বাসায়।

রাফি বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন।

চাচা আব্দুস সালাম রুবেল জানান, শুক্রবার সকালে মা–ছেলে বাজার করতে কসাইটুলিতে গেলে সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে পড়ে রাফির মাথায় ইট পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মা নিপা আক্তার গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

রাফির বাবা খবর পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বগুড়ায় মৃত্যুসংবাদ পৌঁছানোর পর আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা পরিবারটির পাশে জড়ো হয়েছেন।

চাচা রুবেল সবার কাছে রাফির মাগফিরাত ও আহত মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top