মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পার্বত্য জেলা দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার সকালে দীঘিনালা জোনের আয়োজনে জোন সদর প্রাঙ্গণে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি। তিনি বলেন, “সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিবেদিত।
শান্তি, উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জনগণের সহযোগিতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমামুল হাসান, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার পংকজ বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. তনয় তালুকদার এবং আনসার বাহিনীর প্রধান কর্মকর্তাবৃন্দ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
আলোচনা সভা শেষে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির অংশ হিসেবে ‘ভজন প্রীতি’ অনুষ্ঠিত হয়। দিবসটি কেন্দ্র করে সশস্ত্র বাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।