সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মাটিতে শুয়ে থাকা অবস্থায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে আশেকপুর ইউনিয়নের জোড়া গ্রামের তালতলা এলাকায় বগুড়া–নাটোর মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম হৃদয় (৩০)।
তিনি রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকার রতন মন্ডলের ছেলে। পরিবারের বরাত দিয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, হৃদয় মানসিক ভারসাম্যহীন ছিলেন।
১৮ নভেম্বর গাইবান্ধায় তাদের বেয়াইয়ের খাবারের হোটেলে কাজের জন্য তাঁকে রেখে আসা হয়। ২১ নভেম্বর দুপুরে গাইবান্ধা থেকে ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে বগুড়া রেলস্টেশনে নেমে পড়েন।
রাত ৮টার দিকে স্থানীয়রা তাঁকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখেন। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা তাঁকে কম্বল গায়ে শুয়ে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।
শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।