২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পের আতঙ্কে জবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

সাম্প্রতিক ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রবিবারের (২৩ নভেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে পিআরআইপি দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তবে ক্লাস-পরীক্ষা স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষার্থীদের জন্য পরিবহন পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু রাখার কথা বলা হয়েছে। এছাড়াও জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের সকল কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি মেনেই চলবে।

স্থগিত হওয়া পরীক্ষাসমূহের নতুন সময়সূচী দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলো ঘোষণা করবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে এই সময়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিআরআইপি দপ্তরের পরিচালক স্বাক্ষরিত নোটিশটি শনিবার রাতে প্রকাশিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top