২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে জবির ক্লাস-পরীক্ষা স্থগিত ও ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সভা আজ ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার) উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সকল অনুষদের ডীন, সকল ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, সকল বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রধান নির্বাচন কমিশনার (জকসু) এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে সামগ্রিক ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামীকাল ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ত্যাগের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া সিদ্ধান্ত হয় যে, আগামী ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) থেকে ৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞসহ একটি কমিটি গঠন করা হয়েছে, যা ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন ভবন পরিদর্শন ও মূল্যায়ন করে ৩ ডিসেম্বর ২০২৫ (বুধবার) তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) আবারও সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ও উন্মুক্ত লাইব্রেরী বন্ধ থাকবে, শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে এবং অফিস সমূহ যথারীতি খোলা থাকবে।

উল্লেখ্য, জকসু নির্বাচন কার্যক্রম বিষয়ে জকসু নির্বাচন কমিশন প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top