মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে মোবাইল কোটের অভিযানে জেলি পুশকৃত ১১ কেজি চিংড়ি মাছ জব্দ করা সহ এক জেলেকে জরিমানা করেছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন বলেন, বালিয়াকান্দি বাজারে জেলি পুশকৃত চিংড়ি মাছ বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরঞ্জন হালদার নামে এক জেলেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা ( জেলি পুশকৃত চিংড়ি মাছ বিক্রয়ের জন্য উপস্থাপনের দায়ে) এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলি পুশকৃত ১১ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে প্রকাশ্যে জব্দকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।