২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে এক রাতে তিন চালকলে লক্ষাধিক টাকার মালামাল চুরি

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের ডহরপুর এলাকায় এই চুরি সংঘটিত হয়।

চোরচক্র মিলগুলোর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ধান, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদারের মিল থেকে ২০ মন ধান ও যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

একই রাতে ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকল থেকে মেইন লাইনের খুঁটি থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার কেটে চুরি করা হয়। ভুক্তভোগীরা জানানএসব ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top