২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে এনসিপি’র মনোনয়ন নিলেন সরোয়ার আলম

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সরোয়ার আলম দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, মহানগর সমন্বয় কমিটির সদস্য সৈয়দ এহসানুল হক, উত্তর জেলা সমন্বয় কমিটির সদস্য মোস্তফা রাশেদ আসগর চৌধুরী, সুফি মিনহাজ হোসেন ও রেজাউল করিমসহ অন্যান্য নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সরোয়ার আলম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এনসিপি’র অগ্রযাত্রায় যুক্ত হতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, ১/১১ পরবর্তী ২০০৭–২০০৮ সালের সংস্কার আন্দোলনের কনিষ্ঠ কর্মী হিসেবে এবং সংস্কারপন্থী ধারা ধরে রাখার প্রতীক হিসেবে ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।

সরোয়ার আলম অভিযোগ করেন, আয়তনে ফেনী জেলার সমান হলেও ফটিকছড়ি দীর্ঘদিন ধরে অযোগ্য নেতৃত্ব, প্রশাসনিক ভারসাম্যহীনতা ও অবহেলার কারণে শিক্ষাসহ স্বাস্থ্য, যোগাযোগ ও প্রশাসনিক সেবায় পিছিয়ে আছে। মাদক সমস্যা এ অঞ্চলে সামাজিক অবক্ষয় আরও বাড়িয়ে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে সরোয়ার আলম বলেন, “প্রতিশ্রুতি নয়—শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও প্রশাসনিক সেবার উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।”

নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “আমি কখনো অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত হইনি; ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে ফটিকছড়িবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top