২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জগন্নাথ প্রশাসন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

ভূমিকম্প আতঙ্কের কারণে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।

রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে একাধিক পরিবহনের ব্যাবস্থা করা হয়েছে বলে জানা যায়। রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

এদিন সকালে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবন গুলোর অবস্থা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার আগে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের সকলে একত্রে যদি বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভা নিবে কিনা সিদ্ধান্ত নিবে ওই বিভাগ।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top