২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, সড়ক দুর্ঘটনায় আহত – ৫ জন

জাকির হোসেন হাওলাদার, ‎দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন। আরও দুজন প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।‎

রোববার বিকেল ৪টার দিকে দুমকী-রাজাখালী বাসস্ট্যান্ডের মাঝের ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।‎গুরুতর আহতরা হলেন—বাউফলের শাপলাখালী এলাকার মো. বাবু (৩০), রাজনগর এলাকার নূর জাহান (৫০) ও চরগরবদি এলাকার মাহিন্দ্রা চালক মো. হারুন (৫০)। বাবুর অবস্থা আশঙ্কাজনক।

‎অন্য আহতরা হলেন—বাউফলের কায়না গ্রামের বাবুল মোল্লা (৫৮) ও জুয়েল মোল্লা (২৪)।‎প্রত্যক্ষদর্শী সুজন খান বলেন, ‘দুমকীর দিক থেকে আসা মাহিন্দ্রাটির সামনে হঠাৎ তিনটি কুকুর চলে আসে। ড্রাইভার সাইড নিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়ির পেছনে আগুন ধরে যায়। চালক ও যাত্রীরা লাফ দিয়ে নামলেও একজন মহিলা ভেতরেই আটকে ছিলেন।’

‎‎আহত যাত্রী বাবুল মোল্লা জানান, ‘ড্রাইভার শুরু থেকেই দ্রুতগতি তুলেছিলেন। আমরা বলার পর একটু কমিয়েছিলেন। পরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে কুকুর পড়ে দুর্ঘটনা ঘটে।’‎দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top