২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বিনোদন ডেস্ক:

বলিউডের হি-ম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল আর নেই—৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ শীর্ষ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।

দেশটির সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগে সোমবার সকালে নিজের বাড়িতেই মারা যান তিনি। অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছে ধর্ম প্রডাকশন্স, করণ জোহরসহ বলিউডের বহু তারকা।

সকাল থেকে ভিলে পার্লে শ্মশানে তার স্ত্রী হেমা মালিনী, মেয়ে এষা দেওল, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া, যদিও দেওল পরিবার এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কয়েক দিন আগেই মৃত্যুর গুজব ছড়ালেও পরিবার জানিয়েছিল ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন; কিন্তু এবার দুঃসংবাদই সত্য হলো।

৬০ বছরের ক্যারিয়ারে রোমান্টিক থেকে অ্যাকশন হিরো এবং কমেডি—সব ভূমিকায় ছিল তার দাপুটে উপস্থিতি। ১৯৬০ সালে অভিষেকের পর ৩০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ১৯৯৭ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১২ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন এই কিংবদন্তি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top