২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু মেহেদী হাসান (২১) ও শাহাবুল হাসান (২৩) নিহত এবং একই ঘটনায় উৎসব চক্রবর্তী (২০) আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান । এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল এর অতিরিক্ত গতি থাকায় ফুলবাড়ী বাজার এলাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে । এতে ইটের দেওয়াল ও শাটার ভেঙ্গে গিয়ে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে তাদেরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মেহেদী ও শাহাবুল হাসান মারা যান। আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে।

তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন দুর্ঘটনায় শাহাবুল হাসান ও মেহেদী হাসান মারাত্মক জখম হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top