মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজার কেন্দ্রীয় গ্রামের মসজিদের উদ্যোগে শতবর্ষী ভূমি অফিসের পরিত্যক্ত পুকুর পাড়ে নারিকেল চারা প্রোপন করে সারা ফেলেছে এলাকায়।
সোমবার (২৪ নভেম্বর) জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার জামে মসজিদের সামনে ইউনিয়ন ভূমি অফিসের শতবর্ষী পুকুরের চারপাশে নারিকেল চারা রোপন কর্মসূচি পালিত হয়।
এ সময় মসজিদের পেশ ইমাম, মোয়াজ্জিন, মসজিদের নিয়মিত মুসল্লিগণ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নারিকেল চারা রোপনের সময় উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের শতবর্ষী পুকুরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুকুর পাড় দিয়ে বহরপুর হাটের ময়লা আবর্জনা ফেলে প্রায় ভরাট করে রেখেছে।
সংস্কার ওভাবে কুকুরটি আজ পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে। এক সময় এই পুকুরে হাজার হাজার মানুষ গোসল করা সহ মসজিদের মুসল্লিগণ ওজু করতেন। ছিল সান বাঁধানো ঘাট। পরিত্যাক্ত হওয়ার পর ঘাটের ইট গুলো বিভিন্ন বাড়িতে চালান হয়ে গেছে। এখন আর পুকুরটির সেই জৌলুষ নেই। পরিত্যক্ত পুকুরের চারপাশে শালা জুড়ে বহরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজ নারিকেল চারা রোপন করা হলো।
মসজিদ কমিটির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সাধ্যমত চারা গুলো রক্ষণাবেক্ষণ করা সহ বেড়ে উঠার সুযোগ করে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।