২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লেবুখালী পায়রা সেতু টোল প্লাজায় দুমকী পুলিশের অভিযানে সোয়া ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

জাকির হোসেন হাওলাদার, দুমকি(​পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম রোমান মোল্লা (৩৫)।

এসময় তার হেফাজত থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ নভেম্বর, ২০২৫) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুমকী থানা পুলিশের একটি আভিযানিক দল পায়রা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলো

এ সময় সন্দেহভাজন হিসেবে রোমান মোল্লাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার সঙ্গে থাকা ব্যাগে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া গেলে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।

​আটককৃত রোমান মোল্লা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লা এবং মিরজান বেগমের ছেলে।

​এ বিষয়ে দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে পায়রা সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top