২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার( ২৫ নভেম্বর) শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ।

সকালে শহরের বাসস্ট্যান্ড,স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের মালামাল সড়িয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে তাদের ফুটপাত দখল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা। তারা বলেন, ফুটপাত দখল হওয়ায় পথচারীদের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। ফুটপাত দখলমুক্ত থাকলে স্কুলগামী শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারেন।

এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, শহরের সড়কগুলো প্রয়োজনের তুলনায় এমনিতেই সরু তারপর যদি ফুটপাত দখল করা হয় তাহলে পথচারীদের চলাচলে অনেক সমস্যা হয়। তাই আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে বলেছি। এরপর থেকে যদি কেউ ফুটপাত দখল করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top