২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:

পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন।

আদালতে উপস্থিত ছিলেন মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম ও দুদকের আইনজীবীরা। তিন মামলায় শেখ হাসিনা, তার পরিবারসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, সুধাসদনে থাকা ওয়াজেদ মিয়ার নামে পূর্বের প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে রাজউক বিধিমালা লঙ্ঘন করে নতুন প্লট নেন শেখ হাসিনা এবং সুবিধা দিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধাও প্রদান করা হয়। একই অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের মামলারও আজ রায় ঘোষণা হবে।

মামলার শুরু থেকেই তিনজনই পলাতক। গত রোববার যুক্তিতর্ক শেষে আজকের রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। অপরদিকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top