নিজস্ব প্রতিনিধি:
তৃতীয় জোট গঠনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চার ঘণ্টার বৈঠকে নির্বাহী কাউন্সিলের বেশির ভাগ সদস্য জোটে যাওয়ার বিরোধিতা জানান।
এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ সম্ভাব্য জোটে থাকলে অংশ নেওয়া ঠিক হবে না বলে মত দেন তারা। বিরোধিতাকারীরা মূলত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী বলে দলের সূত্র জানায়।
৫১ সদস্যের কাউন্সিলের অধিকাংশই বৈঠকে উপস্থিত ছিলেন। এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে না তৃতীয় জোটে যাবে তা নিয়ে দলটির ভেতরে দ্বন্দ্ব তীব্র হয়েছে।
অন্যদিকে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি ও গণ অধিকার পরিষদ নিয়ে সম্ভাব্য নির্বাচনি জোট গঠনের আলোচনা চলছে। আহ্বায়ক নাহিদ ইসলাম ও তার অনুসারীরা তৃতীয় জোটে নির্বাচনে যেতে চান, কিন্তু দুই উপদেষ্টার ঘনিষ্ঠ নেতারা বিএনপির সঙ্গে জোটে যেতে আগ্রহী।
একই সময় উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী ও ডুসু ভিপি প্রার্থী আব্দুল কাদের খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া কর্মসূচি দিলে এনসিপির ছাত্রসংগঠনের নেতারা সমর্থন জানান। জোট নিয়ে বিরোধের কারণে নির্ধারিত সংবাদ সম্মেলনেও আসেননি এনসিপি নেতারা।