নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের আরও কয়েকজন নির্বাচন করবেন বলে তিনি জানতে পেরেছেন। নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি পদত্যাগ করবেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন—এ প্রশ্নে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
আসিফ মাহমুদ জানান, নির্বাচনসংক্রান্ত সব সরকারি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে দুদক তদন্ত করতে পারে এবং প্রমাণ মিললে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।