২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইবি’র নোফেল জেলা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি ইয়ামিন, সম্পাদক কামরুল

মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘নোফেল জেলা ছাত্র কল্যাণ ফোরামের” নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি  হিসেবে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজাদা ইয়ামিন এবং ফিন্যান্স ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হোসেন সাধারণ সম্পাদক  হিসেবে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. এ বি এম ফারুক হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন।

কমিটির সহ- সভাপতি হিসেবে তানভির শরিফ রিফন, তানজিল হোসাইন সাইফুদ্দিন, মুহিব্বুর রহমান,জহিরুল ইসলাম শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আবু তামিম, আম্মার শোয়াইব, ইহসানুল হক খান নাফিজ, ফারহানা আফরোজ, মোঃ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক আবু নাঈম, অর্থ সহ-সম্পাদক নাফিস আজিম,দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সাহিত্য সম্পাদক আকাশ চন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক তানিম তানভির, আইন বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান ফুয়াদ,পরিকল্পনা সম্পাদক, আশরাফুল ইসলাম পরিকল্পনা সহ-সম্পাদক, ফাহাদ বিন হারুন, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহিমা হক ইভা, ছাত্রী বিষয়ক সহ-সম্পাদক তানিয়া, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক, মাওয়াজুর রহমান, শিক্ষা সম্পাদক রবিউল হাসান, ক্রীড়া সম্পাদক ওমর শাহ তানভির, তথ্য প্রযুক্তি সম্পাদনা আল আমিন হোসেন ইমন, গবেষণা সম্পাদক সাইদুল কবির স্বাধীন, প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব এলাহি, আব্দুল আলিম সৌরভ, ফারাবি, আরমান সিদ্দিকী কার্যনির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি শাহজাদা ইয়ামিন বলেন, “নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহায়তা, দিকনির্দেশনা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষা সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, জরুরি সাপোর্ট এবং পারস্পরিক সহযোগিতাকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো। এই সংগঠন কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে নয়—এটি নোফেলীয়ার শিক্ষার্থীদের যৌথ প্ল্যাটফর্ম।”

এদিনে উক্ত সংগঠনের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top